ইউরোপে ভালো জীবনের স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের তরুণ জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে ঘর ছেড়েছিলেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু সেই স্বপ্নপথেই শেষ হলো তার জীবন। লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ঝরে গেল তরুণ এই প্রবাস–স্বপ্নবাজের প্রাণ।
গত ৮ সেপ্টেম্বরের সেই ঘটনাটি প্রায় ১০ দিন পর, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌঁছায় তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে। খবর শুনেই ভেঙে পড়েছে পরিবার। মা-বাবা বারবার জ্ঞান হারাচ্ছেন, গোটা গ্রামও নেমে এসেছে গভীর শোকে।
নিহত জীবন ছিলেন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, জীবনের সঙ্গে থাকা সহযাত্রীরা ফোন করে তার মৃত্যুর খবর দেন। প্রায় ছয় মাস আগে দালাল রাসেল খানের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন জীবন। পরিবারের অভাব ঘোচাতে, ভবিষ্যত গড়তে বিদেশযাত্রাকে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে তাকে দীর্ঘদিন আটকে রাখা হয় গেম ঘরে। অবশেষে মাফিয়াদের গুলিতে ঝরে যায় এক নিরীহ তরুণের জীবন।
গ্রামের মানুষ বলছেন, এভাবেই প্রতিনিয়ত দালালদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক প্রাণ হারাচ্ছেন। তারা জীবনের পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা দাবি করেছেন, পাশাপাশি মানবপাচার চক্রকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি তুলেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, “লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে দেশের অনেক তরুণ দালালদের টার্গেটে পড়ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। জীবনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত দালালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইতালি যাওয়ার স্বপ্ন, লাশ হয়ে ফেরা মাদারীপুরের জীবন
