বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার খামার থেকে ১৪ ভেড়া চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার খামার থেকে ১৪ ভেড়া চুরি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার মধ্যে। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইট সংলগ্ন খামার থেকে ভেড়াগুলো চুরি হয়। খামারটিতে তখন কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না, ফলে জায়গাটি ছিল সম্পূর্ণ নিরাপত্তাহীন।
গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, “দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকায় খুব জনপ্রিয়। গবেষণার জন্য এগুলো অমূল্য সম্পদ ছিল। প্রতিটির ওজন ৩০-৪০ কেজি করে। মাত্র ২-৩টি ভেড়া এখন অবশিষ্ট আছে। এ ক্ষতি শুধু আমার গবেষণাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক থেকে পিএইচডি পর্যায়ের গবেষণাকেও প্রভাবিত করবে।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খামার ছেড়ে গেলে রাতেই ভেড়াগুলো চুরি হয়। পরদিন সকালে এসে দেখা যায় তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শিগগিরই থানায় সাধারণ ডায়েরি করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *